১৪৮ থেকে ১৫০ মিলিয়ন বছর আগে, একটি অদ্ভুত ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে চিনে। জীবাশ্ম বিশ্লেষণ করে জীবাশ্ম বিজ্ঞানীরা বলছেন মাটিতে দৌড়ত এরা। এদের পা লম্বা, লেজ লম্বা। এই প্রজাতিটির মধ্যে অ্যাভিস বা পাখির চারিত্রিক লক্ষণ দেখা যাচ্ছে। বিবর্তনের ইতিহাসে ডায়ানোসরের পরেই এসেছে পাখি বা অ্যাভিস। বিজ্ঞানীরা বলছেন এই আবিষ্কার পাখির উৎসের বিবর্তনে গুরুত্বপূর্ণ পর্যায়ে আলোকপাত করে।