মন্দির থেকে বিগ্রহই চুরি!

প্রাচীন মনষা মন্দিরে বিগ্রহ চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার পার্ব্বতীপুর এলাকায়। নদীর তীরে অবস্থিত ঐতিহ্য প্রাচীন মনষা মন্দির। মঙ্গলবার রাতে মন্দিরের গেটের তালা ভেঙে বিগ্রহ চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে গ্রামের বাসিন্দা প্রনাম করতে এসে দেখে মন্দিরে মনষা মায়ের বিগ্রহ চুরি গেছে।