চিনে গাধা হত্যা করলে কড়া শাস্তি। তাই আফ্রিকা থেকে চোরাপথে চিনে পৌঁছে যাচ্ছে গাধার মাংস ও হাড়। আর তাতে আফ্রিকার গরিব দেশগুলোর মানুষের কষ্ট বাড়ছে। আফ্রিকার অনেক দেশেই, বিশেষত গ্রামের দিকে গাধাই মানুষের প্রধান ভরসা। ওসব দেশে গরু কেনার কথা সাধারণ মানুষ ভাবতেও পারেন না।