পুজোয় চলুন ভারতের সুইৎজারল্যান্ডে

এশিয়ার ২য় দীর্ঘতম রোপওয়ে। বিশ্বের সর্বোচ্চ কৃত্রিম হ্রদ। চোখ মেললেই মান পর্বত, দুনাগিরি, জোশীমঠ, নন্দা দেবী, কামেতের মতো পর্বত শৃঙ্গ। এই নিসর্গ একসঙ্গে হলে তাহলে আপনি রয়েছেন আউলিতে। নৈসর্গিক সৌন্দর্যে দার্জিলিং, খাজ্জিয়ার বা চোপতার থেকে অনেকটা অন্যরকম আউলি।