কিছুদিন আগেও আমাদের বাংলায় এক পরিবারে ৭, ৮ সন্তান প্রায়শ দেখা যেত। কিন্তু, তাই বলে এক মায়ের ৪৪টি সন্তানের কথা শুনেছেন কখনও? নিশ্চয় ভাবছেন এ আবার হয় নাকি! কিন্তু, বাস্তবে যে হয়েছে এমনটাই।