প্রিমিয়ার লিগে, সব থেকে বেশি গোলের রেকর্ড ছিল অ্য়ালেন শিয়েরার ও অ্যান্ডি কোলের। তাঁদের গোল সংখ্যা ছিল ৩৪টি। কিন্তু এবার আর্লিং হালান্ড সব রেকর্ড ভেঙে দিলেন। গত মরসুমে ম্যানচেস্টার সিটির হয়ে আর্লিং ৩৫ ম্যাচে ৩৬ গোল করেন। তিনি সোনার বুট জেতেন । আর্লিং তাঁর প্রেমের ব্য়াপারে প্রকাশ্যে কিছু বলেননি । তাঁর বান্ধবীর নাম ইসাবেল হাউসেঙ্গ জনসেন।