এই মাছ শিকার করত ডাইনোসরদের

৪৫ কোটি বছর পৃথিবীতে আছে একটি মাছ। প্যাসিফিক ল্যামপ্রে। এই মাছ শিকার করত ডাইনোসরের। পৃথিবী কাঁপিয়ে বেড়ানো ডাইনোসরকে কীভাবে শিকার করত এই মাছ? ডাইনোসরের রক্ত চুষে খেত এই মাছ। এদের মুখে নেই কোনও চোয়াল। তার বদলে আছে বিরাট সাকশান কাপ।