মাদক নয় এবার ওষুধ ম্যাজিক মাশরুম

চূড়ান্ত নেশা হয় ম্যাজিক মাশরুমে। বাঘা বাঘা মাদকও নাকি হার মানে। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়া এই মাশরুম চিকিৎসায় ব্যবহারের ছাড়পত্র দিল। ওষুধ হিসেবে মনোরোগের চিকিৎসায় ব্যবহার শুরু হল ম্যাজিক মাশরুমের।