সাগরজলে ডুবছে এই দেশ। প্রশান্ত মহাসাগরে আংটির মতো দ্বীপরাষ্ট্র টুভালু। জলবায়ু পরিবর্তনের কারণে এখন এই দেশ এখন সমুদ্রের জলের তলায় ডুবতে বসেছে। বছরে ৩.৯% করে বাড়ছে সমুদ্রের জল। ৯টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশে ১২,০০০ মানুষের বাস। মনুষ্য বসবাসের যোগ্য অঞ্চলগুলি সমুদ্রপৃষ্ঠ থাকে মাত্র ২ মিটার ওপরে। আংটি আকৃতির প্রবাল প্রাচীরে ঘেরা এই দেশকে ঘিরে আছে উপসাগর।