পিঠে ‘সওয়ারি’, দৌড় লাগাল উটপাখি

সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন লোক একটি মেয়েকে উটপাখির উপরে বসায়। তারপরে উটপাখিটি তাকে নিয়ে দৌড়াতে শুরু করে।