কটাক্ষ, মায়ের ওপরে রাগ, বিদ্যা বালনের

বরাবর বডি শেমিং-এর শিকার বিদ্যা বালন। স্থূলতার জন্য আশৈশব তাঁকে সইতে হয়েছে কটাক্ষ। অনেকেই বলেছেন তাঁর ফিগার নাকি নায়িকা সুলভ নয়। ছোট বয়সে নিজেও ভাবতেন কেন তাঁকে এমন দেখতে। পরবর্তীকালে এই কটাক্ষ কাটিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেন বিদ্যা। স্থির করেন শরীরের গুণে নয়, অভিনয়ের দক্ষতাতেই স্থান করে নেবেন ছবিতে।