রিঠা ফল, মেথির দানা, জবা গাছের পাতা, নারকেল তেল দিয়ে চুলের হাল ফেরানোর রেওয়াজ দীর্ঘদিনের। কিন্তু ভেন্ডি বা ঢ্যাঁড়সে রয়েছে বিস্তর পুষ্টিগুণ। ঢ্যাঁড়স ভেজানো জল চুলের ফলিকল মজবুত করে। ঢ্যাঁড়স ভেজানো জলে আছে বেশ কিছু ভিটামিন ও খনিজ।