সুপারস্টার রজনীকান্তের ক্যারিয়ার শুরু হয় বাস কন্ডাক্টর হিসাবে। তারপর স্বপ্নের মতো উত্থান। বিশ্বজোড়া খ্যাতি রজনীকান্তের। খ্যাতির শিখরে উঠেও রজনীর পা মাটিতে। ভক্তদের সঙ্গে তাঁর নম্র ভদ্র ব্যবহার। মাটির মানুষ রজনীকান্ত। কিন্তু জানেন কি থালাইভার গ্যারাজে আছে কোন কোন মডেলের গাড়ি?