গরম পড়তেই এসি লাগানোর কথা ভাবেন অনেকেই। ক’জন গাছ লাগানোর কথা ভাবেন বলুন তো? বিজ্ঞানীরা জানাচ্ছেন,দিনদিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে পৃথিবী। দূষণে ভরছে উন্নত সব দেশ। প্রতি বছর ২২ এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস উদযাপন করা হয়।