এ এক অন্য রকম ছবি, বিয়ে বাড়িতে সানাই বাজছে, নিমন্ত্রিত লোকেদের আনাগোনা। সেই সময় কনের সাজে অভয়া রায় তার বন্ধুদের পাশে নিয়ে হঠাৎ করেই বিয়ের আসরে স্লোগান দিয়ে উঠলেন, 'নিয়োগ চাই নিয়োগ চাই, আমাদের বঞ্চনা মানছিনা মানবো না, বিয়ের আসর থেকে দিচ্ছি ডাক বঞ্চিতরা চাকরি পাক। ' এই অভাবনীয় ঘটনায় হৈচৈ পড়ে গেছে পূর্ব বর্ধমানের ছাতনী গ্রামে।