দিনেদুপুরে শহরে বোমাবাজি

আবারও সিউড়ি শহরে বোমাবাজির অভিযোগ। দিনেদুপুরে এভাবে বোমা বাজিতে আতঙ্কিত বাসিন্দারা। এবার সিউড়ির লালকুঠিপাড়া এলাকায় লোকালয় চত্বরে রাস্তার উপরে কেও বা কারা বোমাবাজি করে বলে অভিযোগ।