এক ব্যক্তি দাঁতে করে একটি সাইকেল তুললেন। হাতে সাইকেল তোলা যায় কিন্তু দাঁত দিয়ে সাইকেল তোলা! । মুখের কথা নয়। কিন্তু এনার কাছে তা-ই যেন জলভাত।