দুধ আর কলা একসঙ্গে খেলে ভাল লাগে তবে এই খাবার স্বাস্থ্যকর নয়
পুষ্টির দিক থেকে দুধ কলার কোনও তুলনা নেই। ব্রেকফাস্টে খুবই সাধারণ খাবার এই দুধ কলা। অনেকেই ব্রেড টোস্টের সঙ্গে একগ্লাস দুধ আর কলা খান। কেউ আবার দুধ-কর্নফ্লেক্স কলা বা ওটস-দুধ- কলা খান। দুধ আর কলা একসঙ্গে খেলে ভাল লাগে তবে এই খাবার স্বাস্থ্যকর নয়।