সম্প্রতি ঝলমলে ব়্যাম্পের সাক্ষী থাকল বলিউড। মনীশ মালহোত্রার ব্রাইডাল কালেকশন নিয়ে হয়ে গেল ফ্যাশন শো। সেখানেই উপস্থিত ছিলেন কাজল। শোয়ের মাঝেই করণ জোহরের সঙ্গে ভেংচি কেটে অদ্ভুত অঙ্গভঙ্গিতে কথা বলতে দেখা যায় কাজলকে। মুহূর্ত ফ্রেমবন্দি হতেই নিন্দের ঝড় নেটপাড়ায়। চরম কটাক্ষের শিকার কাজল।