খবরের জেরা মেরামত অঙ্গনওয়াড়়ি

কয়েকদিন আগে খড়ার ১৪৯ নং অঙ্গনওয়াড়ী কেন্দ্রের বেহাল ছবি তুলে ধরেছিলাম আমরা,ভাঙা ছাউনি বৃষ্টি হলেই জলে থৈ থৈ করতো বন্ধ থাকতো পঠন পাঠন ও মিডেমিল। সেই দুর্ভোগের কথা তুলে ধরতেই নড়ে চড়ে বসল প্রশাসন‌। তড়িঘড়ি খড়ার পৌরসভার তত্ত্বাবধানে মেরামত করা হলো ১৪৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাউনি। তা নিয়েই খুশি অভিভাবক থেকে ওয়ার্ডের কাউন্সিলর ।