জগদীপ ধনখড়কে ভেঙিয়ে অঙ্গভঙ্গি কল্যাণের, হেসে লুটোপুটি বিরোধীদের। প্রসঙ্গত, এই অঙ্গভঙ্গি করার সময় সামনে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধীও। ঘটনার তীব্র নিন্দায় বিজেপি। শুভবুদ্ধির উদয় হোক, পাল্টা জবাব ধনখড়ের।