মিলিকপাড়া, বহরপুর,কুমারপুর, রঘুনাথপুর, বেলকাশ সহ দশ বারোটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন

খানা খন্দে ভরা রাস্তা, এক পশলা বৃষ্টিতেই জমেছে একহাঁটু জল। আসতে চায় না অ্যাম্বুল্যান্স থেকে ছোট গাড়ি। প্রাণ হাতে নিয়ে দিনের পর এভাবেই যাতায়াত এলাকার মানুষজনের। প্রসাশনকে বার বার জানিয়েও হয়নি সুরাহা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের উদয়পল্লি থেকে বেলকাশ পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তা বর্ধমান শহরের সঙ্গে সংযোগ ঘটাচ্ছে দশ বারোটি গ্রামের। মিলিকপাড়া, বহরপুর,কুমারপুর, রঘুনাথপুর, বেলকাশ সহ দশ বারোটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।