খড়দহ মুখার্জি রোডে এক আবাসনে বসবাস করেন জলি বিশ্বাস। জলি বিশ্বাসের স্বামী পেশায় প্রয়াত প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ প্রদ্যুৎ কুমার বিশ্বাস। স্বামীর মৃত্যুর পর স্ত্রী ওই আবাসনে একাই থাকতেন। অভিযোগ স্বামীর মৃত্যুর পর থেকেই আবাসনের কমিটির সদস্য প্রাণগোপাল সাহা ও তার দলবল জলি বিশ্বাসকে ফ্ল্যাট বিক্রি করে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে।