জঙ্গল সাফারির সময় আচমকাই ধেয়ে এল দুই গণ্ডার

শনিবার জলদাপাড়া ওয়েস্ট রেঞ্জে সাফারির সময় বিরল ঘটনা। জঙ্গল সাফারির সময় আচমকাই জঙ্গল থেকে রাস্তায় বেরিয়ে এল দুটি গণ্ডার। জিপের দিকে ধেয়ে আসে ওই গণ্ডার দুটি। পিছনোর সময় সাফারি গাড়িটি উল্টে যাওয়ায় আঘাত পান এক মহিলা।