কেন উপহার নিয়েছিলেন আব্দুল কালাম ?

আমাদের দেশের সেরা পরমাণু বিজ্ঞানীর নাম ডক্টর এ পি জে আব্দুল কালাম। এই 'মিসাইল ম্যান'য়ের গল্প বললেন আইএএস অফিসার এম ভি রাও। রাও জানান, ২০১৪ সালে একটি অনুষ্ঠানে আসেন ডক্টর কালাম। সূচনা-পর্বে একটি সংস্থা তাঁকে উপহার দেন মিক্সি। কিন্তু সেই উপহার নিতে রাজি হননি ডক্টর কালাম।