সর্দি-কাশির অজুহাত দিয়ে বারবার ছুটি নেন অফিসে? এবার সেদিন শেষ। এই ধরনের শরীর খারাপের বাহানা দিয়ে অফিস থেকে ছুটি নেওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে। এবার মিথ্যে অজুহাতে ছুটি পেতে অসুবিধায় পড়তে হতে পারে আপনাকে। মিথ্যে বলে ছুটি চাইলে অফিসের বস ধরতে না পারলেও,রেহাই পাবেন না আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের থেকে।