সেটের আগুনে ঝলসে গেল ইমরানের ...

বলিউডের নায়করা অনেকেই এখন নিজেদের স্টান্ট নিজেরাই করেন। ডামি নেন না তাঁরা। তবে এরকম করতে গিয়ে সম্প্রতি এক বিপদজনক ঘটনার মুখোমুখি হলেন নায়ক ইমরান খান। বলিউডে পা রাখার পর তাঁর অভিনয় ও রূপে মুগ্ধ হন হাজার হাজার মহিলা ভক্ত। মাঝে কিছুদিন তাঁকে পর্দায় দেখা যায়নি। এবার 'লাক' ছবি দিয়ে কাম ব্যাক করছেন ইমরান।