মাত্র ২ বছর ৯ মাসে রেকর্ড বুকে নাম!

পিংলার ছোট্ট সানা পারভীন জায়গা করে নিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায়। সানা পারভীন ওর বয়স এখন সবে ২ বছর ৯ মাস।এই বিষয়েই অনায়াসে ৮ টি রং, ৪০ টি বন্য পশু, ১০ টি গৃহপালিত পশু, ৪০ ধরনের ফল, ৩০ ধরনের ফুল, ২৪ ধরনের সবজি, ৬০ ধরনের পাখি, ২৫ ধরনের যানবাহনের নাম, এবং শরীরের ২০ টি অংশের নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায় জায়গা করে নিল।