বিএসএনএল এনেছে কয়েকটি আকর্ষণীয় রিচার্জ অফার। এই প্ল্যানগুলি বার্ষিক ভিত্তিতে রিচার্জ করতে হয়। ২৩৯৯ টাকায় যে প্ল্যানটি তাতে কী কী পাওয়া যাচ্ছে দেখুন। প্রতিদিন ২ জিবি করে ডেটা। সারা বছরে এভাবে পাওয়া যাবে ৭৩০ জিবি ডেটা।