বিয়েতে চাই কেমন শাড়ি

সামনেই বাঙালির বিয়ের মধুমাস। বিবাহ মানেই মেয়ের স্বপ্ন পূরণ। বহু ভাবনা চিন্তা থাকে একটা বিয়েকে ঘিরে। বিয়ে, বৌভাত আর প্রীতিভোজের শাড়ি সঙ্গে ম্যাচিং ব্লাউজ ওড়না কেমন হবে। বিয়ের রাতে আকর্ষণের কেন্দ্রে নববধূ। বিয়ের কেনাকাটিতে থাকে কনের শাড়ি ছাড়াও তত্ত্বের শাড়ি।