গাড়ির পিঠে গাড়ি উঠে ছুটল রাজপথে

সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে,যেখানে মারুতি ইর্টিগার মতো গাড়িকে তুলে নিয়ে যাচ্ছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি মাহিন্দ্রা বোলেরো রাস্তায় বেশ দ্রুত গতিতেই চলছে।