শুরু হতে চলেছে মুম্বই চলচ্চিত্র উৎসব

শুরু হতে চলেছে মুম্বই চলচ্চিত্র উৎসব। উৎসবে যোগ দিতে বিদেশ থেকে উড়ে এসেছেন খোদ প্রিয়াঙ্কা চোপড়াও। ওদিকে কলকাতা থেকে উড়ে যাচ্ছেন শ্রীলেখা মিত্র। তাঁর ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই’ প্রদর্শিত হবে সেখানে। সেই কারণেই মায়ানগরীতে উড়ে যাওয়া তাঁর। কিন্তু এ কী! শ্রীলেখার মাথা ভর্তি সিঁদুর। তবে কি নতুন খবর? না, শ্রীলেখার কথায়, "আবার বিয়ে করিনি। সিঁদুর খেলেছিলাম। ওঠেনি।"