'গদর' এর পর 'গদর ২' তে সানি দেওলের বিপরীতে আমিশা পাটেল। অর্থনীতিতে স্বর্ণপদক পেয়েছিলেন অভিনেত্রী আমিশা পাটেল। তাঁর প্রথম ছবি হৃতিক রোশনের সঙ্গে 'কহো না পেয়ার হ্যায়'। কাকতালীয় ভাবে রাকেশ রোশন তাঁকে কাস্ট করেন সেই ছবিতে। বিপুল সাফল্যের মুখ দেখে 'কহো না পেয়ার হ্যায়'। তারপর গদরও হিট হয়। বলিউডের ছবিতে আর দেখা যায়নি আমিশাকে।