বিএসএনএল এবার আরও সস্তা!

এবার খুব দ্রুত BSNL 4G লঞ্চ করা হবে। ২০২৪ সালের মধ্যেই 5G লঞ্চ করা হবে। BSNL বেশ কিছু সস্তার প্ল্যান নিয়ে এসেছে। এক ঝলকে দেখে নিন সেই প্ল্যানগুলি। BSNL-এর সস্তার প্ল্যানটির দাম ৯৪ টাকা। এই প্ল্যানের বৈধতা ৩০ দিনের জন্য।