এবার খুব দ্রুত BSNL 4G লঞ্চ করা হবে। ২০২৪ সালের মধ্যেই 5G লঞ্চ করা হবে। BSNL বেশ কিছু সস্তার প্ল্যান নিয়ে এসেছে। এক ঝলকে দেখে নিন সেই প্ল্যানগুলি। BSNL-এর সস্তার প্ল্যানটির দাম ৯৪ টাকা। এই প্ল্যানের বৈধতা ৩০ দিনের জন্য।