ভুল প্রমানিত হল এতদিন জানা চাঁদের বয়স। আগে মূল্যায়ন করা হয় চাঁদের বয়স ৪.৪২ বিলিয়ন বছর। তবে নতুন গবেষণা বলছে চাঁদের আসল বয়স তার পূর্ব গণনা করা বয়সের তুলনায় ৪ কোটি বছর বেশি। এবিষয়ে গবেষণা প্রকাশিত হয়েছে জিওকেমিক্যাল পারস্পেকটিভ লেটারস জার্নালে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৯৭০ এ অ্যাপেলো মিশনে আনা পাথর পরীক্ষা করেন।