দীপিকাকে দেখে স্তম্ভিত সব্বাই। যেন রণং দেহি মূর্তি। ব্যাকড্রপে জ্বলছে আগুন। বিধ্বস্ত এলোমেলো চুল। অপরাধীর চুলের মুঠি ধরেছেন এক হাতে। অন্য হাতে সার্ভিস রিভলভার।