স্বপ্নাদেশে আবির্ভাব জুকী কালীর

স্বপ্নাদেশ পেয়েই জুকী কালী মায়ের আবির্ভাব, শতবর্ষের পথে দিঘা সমুদ্র উপকূলবর্তী জুকী কালী মা। দিঘা সমুদ্র উপকূলবর্তী জুকীর কালীমন্দির দীর্ঘদিনের পুরনো। শতবর্ষে নতুন মন্দিরে পূজিতা হতে চলেছেন জুকীর কালিমা। সমুদ্র উপকূলবর্তী রামনগর এক নম্বর ব্লকের জুকিতে মায়ের মন্দির।