চন্দ্রযানের সাফল্যের অপেক্ষায় বসিরহাট

চাঁদের মাটিতে সফলভাবে পা রাখুক চন্দ্রযান ৩, প্রহর গুনছে বসিরহাটের গবেষক পরিবারের মা-বাবা। ইতিমধ্যে চন্দ্রযান ৩ এর সফল উৎক্ষেপণ দেখেছে গোটা দেশ। চাঁদের মাটিতে সফলভাবে পা রাখুক এমনটাই চাইছেন ইসরো বিজ্ঞানী থেকে শুরু করে কোটি কোটি ভারতবর্ষবাসী। ২০১৯ সালে চন্দ্রযান ২ সফলভাবে উৎক্ষেপণ হলেও শেষ মুহূর্তে গিয়ে চাঁদে পা রাখতে পারেনি।