সরকার দিচ্ছে কন্যার শিক্ষার টাকা,পান এভাবে

'বেটি বাঁচাও বেটি পড়াও' ছাড়াও আছে একটি স্কিম। এই স্কিমেও শিশুকন্যারা শিক্ষার জন্য অর্থ সাহায্য পায়। এর নাম 'বালিকা সমৃদ্ধি যোজনা'। একটি পরিবারে সর্বাধিক দুজন বালিকা এই অর্থ সাহায্য পেতে পারে। কেন্দ্র সরকারের এই স্কিম চালু হয় ১৯৯৭এ।