মুজওয়ালা হত্যাকাণ্ড বড় পর্দায়

পঞ্জাবী গানের আন্তর্জাতিক স্টার সিধু মুজওয়ালা। ২০২২এর মে মাসে এক ভয়ানক হত্যাকাণ্ডে তাঁর মৃত্যু হয়। বড়পর্দায় আসতে চলেছে তাঁর সেই হত্যাকাণ্ড। শ্রীরাম রাঘবন তৈরি করছেন এই ছবি।