গায়েব সুশান্ত, কেন হয় ব্রেকআপ? অঙ্কিতা বললেন...

‘পবিত্র রিস্তা’র ধারাবাহিক থেকেই প্রেম শুরু হয়েছিল অঙ্কিতা লোখন্ডে ও সুশান্ত সিং রাজপুতের। বেশ কয়েক বছর সেই প্রেম চলার পর তা ভেঙে যায়। কিন্তু কেন? এ নিয়ে কৌতূহলের সীমা নেই। সম্প্রতি অঙ্কিতা এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “এক রাতের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল। আসলে সাফল্য পাচ্ছিল; তাই ওকে কুমন্ত্রণা দিচ্ছিল। আমার জীবন থেকে হঠাৎ করেই হারিয়ে যায় সুশান্ত।”