আদালতের বাইরেও সাম্প্রতিককালে আইন-শৃঙ্খলা নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, সে নিয়েও এদিনের সাংবাদিক বৈঠকের শেষের দিকে প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে। আর সেই প্রশ্ন শুনেই বেজায় বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, বিচার ব্যবস্থা নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি।