বাড়ির বাগানে ঘাপটি মেরে বসেছিলো মৃত্যু দূত। নজরে আসতেই হুলুস্থুল কান্ড। একই দিনে বানারহাট থেকে একটি বিশাল আকারের পাইথন ও একটি কিং কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।