TV9 বাংলা পুজোয় পালস এবার বনেদি বাড়িতেও, পৌঁছে গেল বৈদ্যবাটির বক্সি বাড়িতে

TV9 বাংলা পুজোয় পালস এবার বনেদি বাড়িতেও, পৌঁছে গেল বৈদ্যবাটির বক্সি বাড়িতে। ঠিক যেমন স্বাদে নস্টালজিয়া তৈরি করেছে পালস-এর গোলমোল লজেন্সটি, ঠিক তেমনই নস্টালজিয়ায় ভরপুর এই বনেদি বাড়ি।