লোকসভা ভোটে ভাল ফল না করলে ভাঙড়ের নেতাদের পদ থেকে অপসারণ করার হুঁশিয়ারি শওকত মোল্লার। এবার থেকে প্রতি পঞ্চায়েতে তিনজন করে রাজনৈতিক পর্যবেক্ষক রাখা হবে, দুর্নীতি বা খারাপ কাজ করলে তা খতিয়ে দেখবেন পর্যবেক্ষকরা; দুর্নীতি প্রমাণিত হলে পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দেওয়া হবে দল থেকেই―বার্তা নেতার।