বাজারে এল মহুয়ার ওয়াইন!

ভারতে বিয়ার,হুইস্কি,রাম ও ভদকা সহ মদের চাহিদা অনেক বেশি। বিভিন্ন মদের মধ্যে অন্যতম মদ হল মহুয়া মদ। মধ্যপ্রদেশ সরকার এই মদের উৎপাদন বাড়াতে মন্ড ব্র্যান্ড এনেছে। মধ্যপ্রদেশ সরকার ১৮০ মিলিলিটার ও ৭৫০ মিলিলিটারের বোতল এনেছে। এই মহুয়া মদের দামও কমানো হয়েছে আগের থেকে। ৭৫০ মিলিলিটারের দাম ৮০০ টাকা ও ১৮০ মিলিলিটার মদের দাম ২০০ টাকা।