সোশ্যাল মিডিয়ার ‘ছক্কা’ হাঁকাচ্ছেন রাসেলের স্ত্রী!

বাইশ গজে ঝড় তুলছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। মাঠের বাইরে অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলছেন তাঁর স্ত্রী জেসিম লরা। সৌন্দর্য আর অসাধারণ দেহসৌষ্ঠবে অনুরাগীদের 'ঘায়েল' করেছেন জেসিম লরা।