কলকাতায় সোনাঝুরি হাট

কলকাতার বুকে এক টুকরো সোনাঝুরি। ইট কাঠ পাথরের মাঝে খুঁজে পাবেন কাঁথা স্টিচ থেকে হ্যান্ডলুম শাড়ি। এক কথায় বলা যায় দুয়ারে সোনাঝুরি। হাতে একটু সময় পেলে ঘুরে আসতেই পারেন সোনাঝুরি হাটে। নিউটাউন এলাকায় অ্যাক্সিস মলের ব্রিজের নীচে এই হাট বসেছে।