ভেনিসে ঘটল এক অবাক কান্ড। হঠাৎই বদলে গেল খালের জলের রং। খালের জলের রং হয়ে গেছে সবুজ। ক্যানেল দিয়ে বয়ে যচ্ছে সবুজ রং এর জল। এই দেখে এলাকাবাসী অবাক হয়ে গেছেন। কিন্তু কীভাবে বদলে গেল এই রং?