দীর্ঘদিন পর বিজেপির ভোট প্রচারে জয় ব্যানার্জি। বললেন বিজেপিতে সেকেন্ড ইনিংস শুরু কাটোয়া থেকে।সায়নী ঘোষ প্রসঙ্গে জয় ব্যানার্জী বলেন, 'খুব চ্যাটাং চ্যাটাং কথা বলেন। কুন্তলের সঙ্গে প্রত্যক্ষ যোগ পাওয়া গেছে তার সঙ্গে। ওতপ্রোত ভাবেও মিশত, জড়িত ছিল'।